





চেয়ো না সু নয়না আর চেয়ো না
এ নয়ন পানে
জানিতে নাহিকো বাকি সই ও আঁখি
কি যাদু জানে।।
একে ঐ চাওনি বাঁকা সুরমা আঁকা
তায় ডাগর আঁখি
বধিতে তায় কেন সাধ যে মরেছে
ঐ আঁখির বাণে।।
তায় ডাগর আঁখি
বধিতে তায় কেন সাধ যে মরেছে
ঐ আঁখির বাণে।।
কাননে হরিণ কাঁদে সলিল ফাঁদে
ঝুরছে সফরি
বাকায়ে ভুরুর ধনু ফুল অতনু
কুসুম সরহানে
জ্বলিছে দিবস রাতি মোমের বাতি
রূপের দেয়ালি
নিশি দিন তাই কি জ্বলি পরছো গলি
অঝর নয়নে।
ঝুরছে সফরি
বাকায়ে ভুরুর ধনু ফুল অতনু
কুসুম সরহানে
জ্বলিছে দিবস রাতি মোমের বাতি
রূপের দেয়ালি
নিশি দিন তাই কি জ্বলি পরছো গলি
অঝর নয়নে।
মিছে তুই কথার কাটায় সুর বিধে হায়
হার গাথিস কবি
বিকিয়ে যায় রে মালা আয় নিরালা
আঁখির দোকানে
চেয়ো না সু নয়না আর চেয়ো না
এ নয়ন পানে।।
হার গাথিস কবি
বিকিয়ে যায় রে মালা আয় নিরালা
আঁখির দোকানে
চেয়ো না সু নয়না আর চেয়ো না
এ নয়ন পানে।।
Comments
Post a Comment